মেষ রাশি - কাউকে টাকা ধার দেবেন না ।বৃষ রাশি - চাকরিতে পদোন্নতি পেতে পারেন। মিথুন রাশি - পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।কর্কট রাশি - মানসিক চাপ থেকে দূরে থাকুন।সিংহ রাশি - স্বাস্থ্য ভাল রাখতে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ।কন্যা রাশি- শ্বশুরবাড়ি থেকে অর্থপ্রাপ্তির যোগ। তুলা রাশি - যে কোনও বিবাদ এড়িয়ে চলুন। বৃশ্চিক রাশি- বাড়িতে বিশেষ অতিথি আসতে পারেন। ধনু রাশি - সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন। মকর রাশি - গোপন শত্রুর থেকে সাবধান হোন। কুম্ভ রাশি - স্ত্রীর স্বাস্থ্যের দিকে কড়া নজর। মীন রাশি - খুব পরিশ্রম করতে হতে পারে।