মেষ: ঋণ নিয়ে ব্যবসায় বিনিয়োগ নয়। বৃষ:কঠিন কাজে সাফল্য পেতে পারেন। মিথুন:চাকরিতে আজ সাফল্যের সম্ভাবনা। কর্কট:রক্তচাপে সময় মতো ওষুধ খান। সিংহ: অফিসের কাজে তাড়াহুড়ো নয়। কন্যা:কর্মক্ষেত্রে মতভেদের সম্ভাবনা। তুলা:আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক:কোমরের যন্ত্রণা ভোগাতে পারে। ধনু:ব্যবসায় লাভ চাইলে পরিশ্রম জরুরি। মকর:অস্ত্রোপচারের কথা থাকলে করিয়ে নিন। কুম্ভ:কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস ধরে রাখুন। মীন:কাজ নিয়ে আলসেমি নয়।