মেষ রাশি - টাকাপয়সার ব্যাপারে সাবধান ।বৃষ রাশি - পর নির্ভরশীলতা কাটাতে হবে।মিথুন রাশি - কারো ব্যবহারে মন খারাপ হতে পারে। কর্কট রাশি- বাবা-মায়ের কথার গুরুত্ব দিন। সিংহ রাশি- সখ্য বাড়াতে মনোযোগ প্রয়োজন । কন্যা রাশি - অহেতুক স্ট্রেস নেবেন না । তুলা রাশি - আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। বৃশ্চিক রাশি - মুড ভাল নাও থাকতে পারে। ধনু রাশি - কর্মক্ষেত্রে বেশি কথা না বলাই ভাল। মকর রাশি- ব্যবসায়ীদের সাবধান হতে হবে। কুম্ভ রাশি - ইগো সরিয়ে রাখতে হবে। মীন রাশি - অলসতা কাটিয়ে উঠুন।