মেষ- ব্যবসায় উন্নতির সুযোগ। বৃষ- সপ্তাহের শেষ ভাগে স্বাস্থ্য-সমস্যা। মিথুন- আদালতে যেতে হতে পারে। কর্কট- দাম্পত্য জীবনে সুখ ও সন্তুষ্টি। সিংহ- রোগভোগ-শরীরে যন্ত্রণায় বিরক্তি। কন্যা- সামাজিক ও রাজনৈতিক জীবনে উন্নতি। তুলা- কাজ শেষ করতে সমস্যা। বৃশ্চিক- স্বাস্থ্যের দিক থেকে অনুকূল। ধনু- ভ্রমণে যেতে পারেন। মকর- ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবনে উন্নতি। কুম্ভ- আদালতে বিচারাধীন মামলা নিয়ে চিন্তা। মীন- সপ্তাহটি ইতিবাচক হবে।