কেমন যাবে আজকের দিন? আপনার রাশিফল দেখে নিন। মেষ রাশি(aries): পকেট বুঝে খরচ করা জরুরি। বৃষ রাশি(taurus): কঠোর পরিশ্রম করলে তবেই কাঙ্খিত ফল। মিথুন রাশি(gemini): কর্মক্ষেত্রে লাভ ও উন্নতির সম্ভাবনা । কর্কট রাশি(cancer): বাইরের খাবার এড়িয়ে চলাই ভাল। সিংহ রাশি(leo): সন্তানের আচরণ নিয়ে চিন্তা হতে পারে। কন্যা রাশি(virgo): স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। তুলা রাশি(libra): কোনওরকম বিনিয়োগ এড়িয়ে চলাই ভাল। বৃশ্চিক রাশি(scorpio): পুরনো রোগকে হালকা ভাবে নেবেন না। ধনু রাশি(sagittarius):আচরণে নম্রতা আনলে মঙ্গল। মকর রাশি(capricorn): ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন জরুরি। কুম্ভ রাশি(aquarius): পরিবারের মধ্যে মতবিরোধ এড়িয়ে চলুন । মীন রাশি(pisces): মেরামতির কাজ শুরুর জন্য ভাল দিন।