মেষ রাশি(aries): স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। বৃষ রাশি(taurus): পরিচিত কারও থেকে ধার নয়। মিথুন রাশি(gemini): কাজের মাঝে বিশ্রাম নিন। কর্কট রাশি(cancer): খরচ নিয়ন্ত্রণ করে সঞ্চয়ে মন দিলে ভাল। সিংহ রাশি(leo): বড় আর্থিক লেনদেন হতে পারে। কন্যা রাশি(virgo): কর্মক্ষেত্রে সম্মানিত হতে পারেন। তুলা রাশি(libra): ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবেন । বৃশ্চিক রাশি(scorpio): বিনিয়োগের জন্য অনুকূল সময়। ধনু রাশি(sagittarius): কেরিয়ার নিয়ে চিন্তা করবেন না। মকর রাশি(capricorn):বাবা-মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। কুম্ভ রাশি(aquarius): কথাবার্তায় নিয়ন্ত্রণ করতে হবে। মীন রাশি(pisces): উন্নতি চাইলে আলস্য কাটাতে হবে।