মেষ- আচরণ নিয়ন্ত্রণে নজর দিন। বৃষ- কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। মিথুন- সঞ্চয়ে ব্যস্ত থাকার সম্ভাবনা। কর্কট- নতুন ভাবনা ব্যস্ত রাখতে পারে। সিংহ- আইনি জটিলতা এড়িয়ে গেলে ভাল। কন্যা- যুক্তিবোধে শান দিন।তুলা- বাড়ির সমস্যা কমতে পারে। বৃশ্চিক- কর্মক্ষেত্রে রটনার আশঙ্কা । ধনু- অফিসের নথি কাছে রাখুন। মকর- বাধা পেরোনোর সম্ভাবনা কমবয়সিদের। কুম্ভ- সহকর্মীরা পাশে নাও থাকতে পারেন ।মীন- চোখের সমস্যার আশঙ্কা।