মেষ- স্বাস্থ্যের দিকে নজর রাখুন। বৃষ- শেয়ারে বিনিয়োগে সতর্কতা জরুরি। মিথুন- সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা। কর্কট- মহিলা সহকর্মীদের সঙ্গে অশান্তি এড়ান। সিংহ- অন্যের কথায় কান দেবেন না। কন্যা- কর্মক্ষেত্রে জরুরি কাজে মন দিন। তুলা- সঙ্গীকে 'সারপ্রাইজ'উপহার দিতে পারেন। বৃশ্চিক- দ্রুত ও নিখুঁত কাজ করতে পারবেন। ধনু- পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। মকর- ভেবেচিন্তে কথা বলা জরুরি। কুম্ভ- পেট বা পায়ের সমস্যায় ডাক্তার দেখান। মীন- ব্যস্ততার জেরে প্ল্যান বানচাল হতে পারে।