মেষ- চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে। বৃষ- ব্যবসায় আরও নজর দেওয়া দরকার। মিথুন- নিজের ব্যবহার ও কথায় নিয়ন্ত্রণ রাখুন। কর্কট- মায়ের স্বাস্থ্য ভাল নাও যেতে পারে। সিংহ- সন্তানের তরফ থেকে মন সন্তুষ্ট থাকবে।কন্যা-ওষুধ ব্যবসায়ীরা কাগজপত্র নিয়ে সাবধান। তুলা- আজ নতুন বন্ধুত্ব হতে পারে কারো সঙ্গে।বৃশ্চিক- অফিসে সহকর্মীর প্রশংসা পেতে পারেন। ধনু- জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন আজ।মকর-নিজের স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। কুম্ভ- পদস্থ আধিকারিকের নজরে আসতে পারেন। মীন- কোনও বিষয়ে মন ভারাক্রান্ত হতে পারে।