মেষ- ভাল কাজে সুনাম বৃদ্ধি । বৃষ- কাজের চাপ থাকবে। মিথুন- সহকর্মীদের সঙ্গে বিবাদ । কর্কট- মাথা ঠান্ডা রাখুন। সিংহ- পারিবারিক সম্পত্তি থেকে লাভ । কন্যা- বিদেশে পড়তে যাওয়ার সুযোগ । তুলা- সন্তানকে সময় দিতে হবে। বৃশ্চিক- ব্যবসায় ক্ষতির আশঙ্কা । ধনু- কাজ নিয়ে দুশ্চিন্তা । মকর- চাকরির খবর আসতে পারে। কুম্ভ- স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। মীন- কোনও উপহার পেতে পারেন।