স্বাস্থ্যজনিত সমস্যা ভোগাবে নতুন বছরে, সুরাহা পেতে কী কী করবেন কর্কট রাশির জাতকরা? জেনে নিন নতুন বছরে স্বাস্থ্যজনিত সমস্যায় পড়তে হতে পারে কর্কট রাশির জাতকদের। আপনার বা পরিবারের কারও হাসপাতালে ভর্তির আশঙ্কাও থাকতে পারে। এসমস্ত কারণে বেশ টাকাপয়সা খরচেরও সম্ভাবনা রয়েছে। এই নিয়ে বিশেষ টিপস দিয়েছেন জনপ্রিয় জ্যোতিষী অ্যাস্ট্রো শর্মিষ্ঠা। কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৬-এর রাশিফল সংক্রান্ত সম্পূর্ণ এপিসোডটি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে - https://www.youtube.com/watch?v=ghLPXUwyngc&list=PL0TFwRh-mFhHVBQEjaNwpUguzTyBzhYZi&index=21 Disclaimer : প্রতিবেদনটিতে বক্তার মতামত ও সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত। কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও সুনির্দিষ্ট মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ এবং এবিপি নেটওয়ার্ক জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য,পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।