দলের ইস্যুতে এর আগেও একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছেন আব্দুল করিম চৌধুরী। এবার বললেন, মমতাদি আপনিই বলতেন ইসলামপুর মানে করিম চৌধুরী, ৫ বছর আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়নি। আমার কোনও সমস্যা হলে হাঁটুর বয়সী ছেলের কাছে আমাকে যেতে হবে ? দলের আমার কোনও সম্মান নেই ? প্রশ্ন তুললেন এবার বর্ষীয়ান তৃণমূলে নেতা।