কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Congress Leader Adhir Chowdhury) বলেছেন, 'এটা নাটক হচ্ছে। অম্বেডকরকে (BR Ambedkar) বিজেপি কোনও দিন মেনেছে বলে জানা নেই। অম্বেডকরের জন্য বিজেপির কোনও ভাবনা ছিল বলে জানা নেই। বিজেপির (BJP) ভাবনার সম্পূর্ণ উল্টো ভাবনা হচ্ছে অম্বেডকর সাহেবের ভাবনা।'