বিরোধীদের অভিযোগ তৃণমূল বনাম তৃণমূল ইস্যু সামনে এনে , আসল ইস্যুগুলিকে চাপা দেওয়া হচ্ছে। এটাও স্ট্যাটিজিক্যালি করা হচ্ছে। 'সেই সম্ভবনা যে নেই, সেটা একেবারেই বলছি না..', বললেন আইনজীবী ফিরদৌস শামীম। অভিষেকের ছবির ইস্যুতে তিনি বললেন, মমতাপন্থীদের প্ল্যান হচ্ছে যে, ছবি না থাকা, আবার অভিষেকপন্থী হিসেবে কুণাল ঘোষের প্ল্যান হচ্ছে, স্টেটমেন্ট করা। অর্থাৎ দুটিই প্ল্যানওয়েতে হচ্ছে।' পাশাপাশি এখনও অবধি তৃণমূলের কোনও কর্মসূচি মমতার ছবি ছাড়া হয়নি। এই প্রসঙ্গে ফিরদৌস বলেছেন, অভিষেকের সেই জায়গাটা তৈরি হয়নি যে, তিনি মমতার ছবি ছাড়া রাজনীতি করতে পারেন।'