এসআইআর শুনানির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগপত্র AERO-র। AERO পদে ইস্তফা দিতে চেয়ে DEO-সহ নির্বাচনী আধিকারিকদের চিঠি। 'SIR শুনানিতে পরিচয়পত্র যাচাই করতে সমস্যা হচ্ছে। যে পদ্ধতিতে কাজ হচ্ছে, তাতে প্রচুর সমস্যা। AERO পদে ইস্তফা দিতে চেয়ে চিঠি ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার মৌসম সরকারের। কমিশন ও রাজ্য সরকারের মধ্যে কথার পর AERO পদে নিয়োগ করা হয়েছে। দায়িত্ব ছাড়তে চাইলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলা উচিত। রাজ্য পোস্টিং চেঞ্জ না করা পর্যন্ত, AERO-র কাজ করতে বাধ্য'। এক্ষেত্রে চাকরি থেকে পদত্যাগ করলে তবেই নিষ্পত্তি, কমিশন সূত্রে খবর।