ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের ইস্তফা আর ডিজি রাজীব কুমার ও সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করার পর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নির্দেশ দিয়েছেন। একদিকে পুলিশের, অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়কে দিয়ে একটি কমিটি। রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার ও সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা। একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন করেছেন। মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে, তাই ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চেয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে আর এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলে এই রাজধর্ম পালন চলছে।'