বাংলার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাস পদত্যাগ করার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত ভট্টাচার্য বলেন, 'একটা চিঠি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। বেনামি চিঠি। আমরা তো জানি না কে লিখেছে। বাংলায় লেখা দেখলাম। হাতে লেখা দেখলাম। আমার মনে হচ্ছে পুরোটাই গট আপ (সাজানো)। মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ আর তার সঙ্গে অরূপ বিশ্বাস। ওই অরূপ বিশ্বাস, যার উপর করা যায় না বিশ্বাস। সেই তিনজন মিলে এইরকম কাজ করেছে। ইস্তফা টিস্তফার ললিপপ দিয়ে কিছু হবে না। যাঁরা বাংলা, বাঙালির মান-সম্মান ভূলুণ্ঠিত করল, লজ্জায় মাথা কাটা গেল, মুম্বই পারল, দিল্লি পারল, হায়দরাবাদ পারল, আমরা পারলাম না। তাঁদের একটাই সাজা হতে পারে অ্যারেস্ট বা গ্রেফতার। তার থেকেও বড় কথা মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন ওই কী সব ব্যানার্জী মেসিকে যে ঘিরে ধরেছিল, যার জন্য জনগণ মেসিকে দেখতে পায়নি, তাঁদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? তাঁরা কী ব্যানার্জী পরিবার থেকে ইস্তফা দেবে? মুখ্যমন্ত্রী কী ব্যবস্থা নেবে তাঁদের বিরুদ্ধে?'