নিজের বিধানসভা কেন্দ্রে আদিবাসী ভাইদের ফোঁটা দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি (BJP Mla) বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পেটোশালবনি গ্রামে ধামসা-মাদলের তালে আদিবাসী মহিলাদের নাচে পা-ও মেলালেন বিজেপি বিধায়ক।