'যুক্তি-তক্কো'র লাইভ সম্প্রচারে অগ্নিমিত্রাকে আক্রমণে কুণাল, পাল্টা আক্রমণে বিজেপি । নির্লজ্জ, বেহায়া বলে অগ্নিমিত্রাকে আক্রমণ, কুণালের বিরুদ্ধে প্রতিবাদে বিজেপি । মহিলাদের অসম্মানের অভিযোগে বিজেপির একের পর এক আক্রমণ। 'কীভাবে মহিলাদের সম্মান করতে হয়, তাই জানে না তৃণমূল'। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আক্রমণে অগ্নিমিত্রা পাল।