নিউটাউনে অগ্নিকাণ্ড, তৃণমূলকে নিশানা বিজেপি নেতা অমিত মালব্যর। 'SIR শুনানির কয়েকদিন আগেই ইকো পার্কের কাছে ঝুপড়িতে আগুন'। 'শুনানির জন্য বাংলাদেশি ও রোহিঙ্গাদের কমিশনের নোটিস পাঠানোর আগে আগুন'। 'পশ্চিমবঙ্গে SIR শুরুর পর থেকেই কলকাতা শহরতলির খালি ঝুপড়ির ছবি প্রকাশ্যে এসেছে'। 'ঘর বন্ধ করে অনেক ঝুপড়িবাসীই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গেছে' । 'কয়েকজন বাংলাদেশি এখানে ছিলেন'। পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে তৃণমূল, অভিযোগ অমিত মালব্যর। আগুন নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পোস্ট অমিত মালব্যর।