কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে বলেন, এপ্রিলে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। ভয়, কুশাসন ও অনুপ্রবেশকারীর জায়গায় বিকাশ ও গরিব কল্যাণের এক মজবুত সরকার বানানোর জন্য বাংলার জনতারা সংকল্প নিয়েছেন। তৃ ভয়, ভ্রষ্টাচার ও কুশাসনের জন্য বাংলার জনতা চিন্তিত। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই ও প্রতিশ্রুতি দিতে চাই মোদি জমানায় বদল আসবে।'