শাহর সভা ঘিরে (Amit Shah Kolkata Rally) এদিন অগ্নিমিত্রা বলেন, 'আমাদের অর্ধেক লোক গতকাল রাতেই চলে এসেছেন। তাঁদেরকে বিভিন্ন জায়গায় রাখার চেষ্টা করেছি। আজকেও কিছুক্ষণের মধ্যে আমাদের দৃঢ় বিশ্বাস সূচ ফোঁটানোর জায়গা থাকবে না। কারণ এই সভা সাধারণ সভা নয়, এই সভা হচ্ছে যারা পশ্চিমবঙ্গের যেসকল মানুষ বঞ্চিত এই রাজ্যের সরকারের দ্বারা, আজকে সেই সকল মানুষদের জন্যই এই সভা। ' (Amit Shah)