আজ বিজেপির মেগা ইভেন্ট (Amit Shah BJP Rally)। অমিত শাহের সভা ঘিরে কর্মব্যস্ততা মহানগরে। আর বিজেপির মহাসভা ঘিরে ইতিমধ্যেই দলের কর্মী-নেতারা জড়ো হয়েছেন। আর তাঁদের জন্য হাওড়া স্টেশনের বাইরে বিজেপির কর্মীদের খাওয়া দাওয়ার (Food) ব্যবস্থা করা হয়েছে।