একুশের বিধানসভা ভোটের (WB Assembly ELection) আগেও গানে-স্লোগানে ভেসেছিল প্রতিটি রাজনৈতিক দল। আর আজকে শাহ-র সভার (Amit Shah Kolkata Rally) আগেও ঠিক তেমনই দৃশ্য সামনে এসেছে। দুর্গাপুরে খোলকর্তা বাজিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের মুখে শোনা গেল, 'তৃণমূল দলটা চোরের দল গো...'।