শাহর সভা (Amit Shah in Kolkata) ঘিরে এদিন রাহুল সিনহা (Rahul Sinha) বলেন, এই রাজ্যে নির্বাচনী প্রচার মোটামুটি আজকে থেকে শুরু হয়ে গেল। আর অমিত শাহজির দ্বারা এই রাজ্যের লোকসভা নির্বাচনের প্রচারের শুভারম্ভ মানে আমরা মনে করি শুভ ইঙ্গিত। কারণ অমিত শাহর সঙ্গে এই রাজ্যের মানুষের একটা নিবিঢ় যোগাযোগ রয়েছে।'