অমিত শাহর (Amit Shah) সভার দিনে পুলিশ প্রশাসনের উপর চটলেন শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda)। মূলত এদিন শাহর সভা ঘিরে এমনিতেই যানজটের আশঙ্কা ছিল শহরে। আর পাল্টা তিনি এদিন বলেন, পুলিশকে তো বুঝতে হবে, কোন সময় গাড়ি আটকাবেন,..ওনারা ইচ্ছে করে যানজট তৈরি করছেন, যাতে বাইরের গাড়ি এখানে সভামঞ্চে না ঢুকতে পারে। পুলিশকে কোঅপারেট করতে হবে।' একই সুর প্রিয়ঙ্কা টিব্রেওয়ালেরও।