শাহর সভার দিনে, রুদ্রনীল (Rudranil Ghosh) বলেন, 'দেখুন নানান দিক থেকে নানা বাধা, গ্রাম থেকে শুরু করে মফস্বল এলাকাতে তৃণমূলের গুন্ডাদের হুমকি ধমকি এবং তার সঙ্গে একটা বড় অংশের পুলিশ , তাঁদের দিয়েও গ্রামে গঞ্জে চলছে। সেটাকে কাটিয়ে রাজ্যের বঞ্চিত মানুষরা এই সভায় আসছেন।'