শাহর সভায় (Amit Shah Kolkata Rally) যোগ দিতে এসেছেন দলে দলে দলীয় কর্মীরা। তবে সকলেই যে সেচ্ছ্বায় এসেছেন, কোনও খাবারের লোভে নয় তা বোঝাতে বিজেপি নেতা সজল ঘোষ (Sajol Ghosh) নাম না করেই তোপ দাগলেন বিরোধীদের। বললেন, 'আমরা তো আর বিরিয়ানি খাওয়াতে পারছি না। ডিম ভাতও নেই। আমরা ডাল সবজি ভাত চাটনি খাওয়াচ্ছি। এটাই মানুষ সানন্দে গ্রহণ করছে। কতজন এসেছে বলতে পারবো না। আমাদের এখানে সকালে ২০ হাজারে এবং বিকেলে ২০ হাজার খাওয়ানোর কথা। '