মোটা ভাই ভোট নাই','গো ব্যাক অমিত শাহ' স্লোগান দিয়ে রাস্তা অবরোধ তৃণমূলের (TMC Agitation) ।একদিকে যখন অমিত শাহের সভার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ঠিক সেই সময় সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের কালুতলায় লেবুখালী হাসনাবাদ রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী (TMC Workers) সমর্থকরা।