আনন্দপুরে বিএলও-কে খুনের হুমকির অভিযোগ। পুলিশে নালিশ BLO-র। জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের। তিনি বলেন, 'কিছু তথ্য চেয়েছিলাম। ফোন করে মেরে দেব, পা-হাত ভেঙে দেব বলে হুমকি দিয়েছে।'