খড়দহের ৪৩ নম্বর বুথের বিএলও মানব চন্দ্র গতকাল খড়দহ থানায় অভিযোগ করেছেন। তাঁর বাড়ি খড়দহর ২ নম্বর সূর্যসেন নগরে। গত পরশু গভীর রাতে এসআইআর সংক্রান্ত কাজকর্ম করার সময় তাঁর বাড়িতে বাবা-মা কেউই ছিলেন না। তিনি সেই সময় একা ছিলেন। মানব চন্দ্র রাতে এসআইআরের কাজ করার আচমকা তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের আঘাতে জানলার কাচ ভেঙে যায়। বাড়ির দরজায় ধাক্কাও মারতে থাকেন কয়েকজন। এখানেই শেষ নয়, বাড়ির সামনে আবর্জনাও ফেলে দেওয়া হয়। এই মর্মে তিনি খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন। খড়দহ থানার পুলিশ তার ভিত্তিতে তদন্ত করছে।