সন্দেশখালিতে শেখ শাহজাহান যখন অন্তরালে, তখনই ফের জনতার দুয়ারে প্রাক্তন তৃণমূল নেতা বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজি। সন্দেশখালি লাগোয়া হাসনাবাদে মিছিল করে মানুষের পাশে থাকার বার্তা দিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ। একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বাবু মাস্টার। তার আগে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে ইস্তফা দেন। বিধানসভা ভোটের পরের বছরেই ক্ষোভ উগরে বিজেপি ছাড়েন।সন্দেশখালিকাণ্ডের পরেই ফের প্রকাশ্যে বাবু মাস্টার।