রেশন দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাসের। বাগুইআটির সালুয়া এলাকায় অভিষেকের তিনতলা বাড়ি। অভিষেকের মা সাগরিকা বিশ্বাসের দাবি, খাদ্য দফতরে যাতায়াত ছিল ছেলের। জামাইয়ের সঙ্গে কাজও করত। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর ছেলে অভিষেকের ঘনিষ্ঠতা ছিল কি না, তা জানেন না বলে দাবি করেছেন বাকিবুরের শাশুড়ি।