বালিগঞ্জ টেকনোলজি হস্টেলে ছাত্রের ওপর লাগাতার নির্যাতনের অভিযোগ। 'অবশেষে তৎপর পুলিশ, হস্টেলে গিয়ে সুপারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, হস্টেলের রেজিস্টার বুকটিও নিয়ে গিয়েছে পুলিশ', জানাল অভিযোগকারী ছাত্র। মঅভিযোগ করার পরে পুলিশ এই তৎপরতা দেখালে আরও ভালো হত, প্রতিক্রিয়া অভিযোগকারী ছাত্রের। 'পুলিশি তদন্তের শেষের আগেই কীভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন র্যাগিং হয়নি?' প্রশ্ন অভিযোগকারী ছাত্রের