বারুইপুরের মদারাটে তৃণমূল কর্মী সইদুল আলি শেখকে পিটিয়ে ও কুপিয়ে খুনের ঘটনায় দুই মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় নতুন করে উত্তেজনা ছড়াল। পুলিশের সামনেই পলাতক অভিযুক্তদের ৫টি বাড়িতে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। বাড়িগুলি থেকে আসবাবপত্র বের করে এনে পুকুরে ফেলা হয়। শনিবার রাতে স্ত্রীর সামনেই পিটিয়ে-কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয় তৃণমূল কর্মী সইদুল আলি শেখকে। গতকাল সইদুলের দেহ গ্রামে নিয়ে আসা হয়। দুই মূল অভিযুক্ত আইজুল শেখ ও সাদ্দাম শেখ এখনও ধরা না পড়ায়, ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। তৃণমূল কর্মী খুনের ঘটনায় ২৩ জনের নামে FIR দায়ের হলেও, এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ