ABP Ananda LIVE : ভাটপাড়ায় ফের চলল গুলি । ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে চলল গুলি । বাইকে এসে পরপর গুলি দুষ্কৃতীদের দুপুর ২ গুলি চলে, দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের । ৪ রাউন্ড গুলি চালায় ৫-৬ জন দুষ্কৃতী, দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের।