প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দফতরে বিভাস অধিকারী । বিভাস অধিকারী বীরভূমের নলহাটির প্রাক্তন তৃণমূল নেতা । তাপস মণ্ডলের আগে মানিক ঘনিষ্ঠ বিভাসই কাজ দেখত, দাবি সিবিআইয়ের । তদন্ত করতে গিয়ে বিভাসের নাম উঠে আসে । বিভাসের নলহাটির অফিস ও কলকাতার ফ্ল্যাটে তল্লাশি। একাধিক নথি পাওয়ার পর বিভাসকে তলব, খবর সিবিআই সূত্রে।