'এটা তো রাজ্য সরকারের প্রথম বার নয়...বিজেপির দিকে কেউ ঘেঁষলেই রাজ্য সরকার তাঁকে হেনস্থার সব রকম আয়োজন করে থাকেন', বগটুইকাণ্ডে স্বজনহারা, বিজেপি কর্মী মিহিলাল শেখের বেতন বন্ধের অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া বিজেপি নেতা অনুপম হাজরার।