TMC News: তৃণমূলের বিজয়া সম্মিলনীতেও কেষ্ট-কাজল সংঘাত! অনুব্রত মণ্ডল ও কাজল শেখ অনুগামীদের মধ্য়ে স্লোগান, পাল্টা স্লোগান। কাজল শেখ মঞ্চে উঠতেই অনুব্রত মণ্ডলের নামে স্লোগান। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নামেও পাল্টা স্লোগান। শনিবার মুরারই ১ ব্লকে শাসক দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে মঞ্চে ছিলেন অনুব্রত মণ্ডল।