বীরভূমে ফের গোষ্ঠীদ্বন্দ্বে খুন তৃণমূল নেতা। নানুরে তৃণমূলের বুথ সভাপতিকে খুন। বেধড়ক মারধরে করে খুন বুথ সভাপতি রাজবিহারী সর্দার। চাঁদা তোলা ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ।