পুলিশ নিজেই যদি বলে খামতি ছিল, তাহলে কীভাবে এই পুলিশের উপর নির্ভর করা যাবে ? আপনি কেন বিচার বিভাগীয় তদন্ত করবেন না ? যেই পুলিশকে মহিলারা ভয় পায়, সেই পুলিশ কীকরে নির্যাতিতাদের ন্যায়বিচার দেবে ? বিশ্বনাথের প্রশ্নের নিশানায় শাসকদল।