জে পি নাড্ডার বঙ্গ সফরের আজ শেষ দিন। সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপর নিউটাউনের হোটেলে দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে থাকছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ-সহ সাংসদ, বিধায়করা। এরপর ন্যাশনাল লাইব্রেরিতে বঙ্গ বিজেপির ৭টি মোর্চা সংগঠনের সঙ্গে বৈঠক করবেন জগৎপ্রকাশ নাড্ডা। এরপর হাওড়ার দেউলটিতে। ২ দিনের পঞ্চায়েত রাজ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কলকাতায় ফিরে দিল্লির উদ্দেশে রওনা দেবেন নাড্ডা।