'আমরা যখন দিল্লি যেতে চেয়েছি, তখন টাকা আগাম জমা দেওয়া সত্ত্বেও ট্রেন ক্যানসেল করে দেওয়া হয়েছিল। বিজেপির ধর্মতলা ভরাতে ট্রেন বুক করা হচ্ছে। লোক আনতে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ভাড়া করেছে।', কটাক্ষ কুণাল ঘোষের।