Mithun Chakraborty: 'মহিলাদের ওপর এত অত্যাচার কেন চলছে?' আইন-শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে' । শাসনব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে' । আমার মনে হয় বিষয়রটা মুখ্যমন্ত্রীরও হাতের বাইরে বেরিয়ে গিয়েছে' । 'আইনের শাসন থাকলে এই অপরাধের শাস্তি হতেই হবে' । অপরাধীকে ধরুন, শাস্তি দিন, এখনই সব বন্ধ হয়ে যাবে, মন্তব্য মিঠুন চক্রবর্তীর