রাজ্যের অতীতে একের পর এক ধর্ষণের (Rape Case) ঘটনা ঘটেছে। কোনও কোনও ক্ষেত্রে নির্যাতিতা ধর্ষিতাকে খুনও (Rape Case And Murder) করা হয়েছে। এখানেই শেষ নয়, ধর্ষণ করে খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহ দাহ করার অভিযোগও রয়েছে এই বঙ্গেই। তবে একের পর এক অত্যাচারের ঘটনা শুধু বর্তমানেই নয়, প্রতিটা সরকারের সময়েই প্রকাশ্যে এসেছে। এই প্রসঙ্গে, নাম না তুললেও সাম্প্রতিককালের একটি ভয়াবহ ঘটনার উদাহরণ শোনা গিয়েছে বিজেপি নেতা সজল ঘোষের মুখ থেকে (Sajal Ghosh)। তিনি বলেছেন, 'অরূপদা আরেকটা কথা বলেছেন, আমি অরূপদার মতো ভাষণ মেরে যাব না। ..উনি সব বলেছেন, শুধু বলেননি, পশ্চিমবঙ্গে গত বারো বছরে কতগুলি ধর্ষণ হয়েছে? আমি এটাও বলি না, এরপরে বিজেপির সরকার এলে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কিন্তু কোনও মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) এটা বলতে পারেন কিনা আমার সন্দেহ আছে, প্রথম ধর্ষণ পার্কস্ট্রিট , বললেন মিথ্যে ঘটনা। সাজানো ঘটনা। এরপর তিনি উদাহরণ টেনে বলেন, একটা চোদ্দ বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করা হল। মুখ্যমন্ত্রীর সেন্স এত ভাল, তিনি ছবি দেখে বলে দিলেন ওই মেয়েটা প্রেগনেন্ট ছিল। ওই মেয়েটার লাভ অ্যাফেয়ার্স ছিল।'