'এই মুহূর্তে যদি SIR বন্ধ করে দেওয়া হয়, ইডি - সিবিআইয়ের অফিসে তালা মেরে সবাইকে যদি দিল্লি পাঠানো হয়, তারপরেও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হারবে,মানুষ সিদ্ধান্ত নিয়েছে এক বছর আগেই, এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন,' সাংবাদিক বৈঠকে বললেন শমীক ভট্টাচার্য