'পশ্চিমবঙ্গে সীমাহীন দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য এরাজ্যের প্রান্তিক মানুষরা বঞ্চিত। একশো দিনের টাকা পাচ্ছেন না। কেন্দ্র হিসেব চাইছে, রাজ্য হিসেব দিচ্ছে না। তার জন্য দিল্লিতে ধরনা। আদালত প্রশ্ন করেছে, ইডি ডেকেছে। ওঁর চিঠি লেখার দরকার হলে ইডিকে লিখুন, আদালতে যান।', কটাক্ষ বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্যের।