'এসএসকেএম তো এখন তৃণমূলের চোরেদের অভয়ারণ্য। যে চুরি করে বা ধরা পড়ে, ওখানে গিয়ে শুয়ে পড়ে। কাকু শুয়ে আছেন বহুদিন ধরে।' সুকান্ত মজুমদারের নিশানায় জ্যোতিপ্রিয় মল্লিক।