Suvendu Adhikari: কলকাতায় দুর্যোগে ১২ জনের মৃত্যু। প্রতিবাদে কলেজস্ট্রিট থেকে খোলা হাওয়া সংগঠনের মিছিল। মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'মেয়রকে গ্রেফতার করা হবেনা কেন ?' কোন প্রসঙ্গে আক্রমণে শুভেন্দু ? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর হোক বা দক্ষিণবঙ্গ, ৭ তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গে গতকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। রাতভর বিবৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। আজ কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে। তাহলে কি বৃষ্টিতে পণ্ড হবে কার্নিভাল? তা নিয়ে স্পষ্ট কিছু না বললেও, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। একটানা বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা বা দক্ষিণবঙ্গে। ৭ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।