নাগরাকাটা : বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬। জলপাইগুড়ির নাগরাকাটার বামনডাঙা থেকে আরও ২ জনের দেহ উদ্ধার হয়েছে। আজ বিধ্বস্ত মিরিকে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। প্রবল বৃষ্টি আর ধসে কার্যত লন্ডভন্ড হয়ে গেছে উত্তরবঙ্গ। নিশ্চিহ্ন প্রায় একের পর এক গ্রাম। এখনও নিখোঁজ অনেকে । প্রকৃতির রোষে তছনছ হয়ে গেছে পাহাড়-ডুয়ার্স। উত্তরবঙ্গ-জুড়ে এখন শুধুই হাহাকার। বন্যার জলে একসঙ্গে ভেসে আসছে মানুষ-গণ্ডার-হরিণের দেহ ! এদিকে বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গে আটকে পড়েছেন বহু পর্যটক। পাহাড়ের আনাচে কানাচে স্বজনহারানোর কান্নার রোল ভেসে আসছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, দুর্যোগের পূর্বাভাস থাকা সত্ত্বেও কি তৈরি ছিল না প্রশাসন ?